হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত


ঢাকা বিজনেস ডেস্ক , : 31-12-2024

হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত

দিনাজপুরের হিলিতে ১ দিনের ব্যবধানে কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। সোমবার (৩০ ডিসেম্বর) এই জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেও আজ ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিম্নআয়ের মানুষ শীতের কারণে বিপাকে পড়েছেন।

ট্রাকচালক ইয়ামিন বলেন, আজ হঠাৎ শীতের প্রকোপ বেশি, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তায় কোন কিছু দূরে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে ট্রাক চালাচ্ছি। কষ্ট হচ্ছে, তবুও পণ্যগুলো সঠিক সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে।

রিকশাচালক আব্দুল মতিন বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে সকাল সকাল কোন মানুষ বাসা থেকে বের হচ্ছে না। যার ফলে রিকশায় লোকজন উঠে না। আমার আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। শীতকে উপেক্ষা করে রিকশা নিয়ে বাহির হয়েছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোয়াজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুর জেলাতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ, গড় গতিবেগ ঘন্টায় ৩ কিলোমিটার।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com