হিলিতে কমেছে ডিমের দাম


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 14-12-2024

হিলিতে কমেছে ডিমের দাম

দিনাজপুরের হিলিতে কমেছে ডিমের দাম। এক সপ্তাহ আগে গেলো শনিবার (৭ ডিসেম্বর) প্রতিহালি ডিম (৪টি) ৫০  টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ শনিবার (১৪ ডিসেম্বর) প্রতি হালিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে। 

ক্রেতারা বলছেন, ডিমের দাম কিছুটা কমেছে। তবে আরও একটু কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। আর বিক্রেতারা বলছেন, মোকামে ডিমের দাম প্রতিপাতায় (৩০ টি) ১৫ থেকে ২০ টাকা কমেছে । তাই তারাও কম দামে ডিম বিক্রি করতে পারছেন। 

শনিবার হিলি বাজারে কথা হয়, ডিম কিনতে আসা মো. জামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, শীতের সময় পরিবারের সবার জন্যই ডিম কিনতে হয়। তবে ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। গত সপ্তাহে ৫০ টাকা হালি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি দরে। 

আরেক ক্রেতা মো. মশফিকুর রহমান বলেন, আমি বয়স্ক মানুষ। পুষ্টি হিসেবে প্রতিদিন সকালে একটি করে সেদ্ধ ডিম খাই। তাই বাজারে ডিম কিনতে এসেছি। আমি একবারে একপাতা ডিম কিনি। যা দিয়ে একমাস চলে। 

মশফিকুর রহমান আরও বলেন, ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতিপাতায় ১৫ থেকে ২০ টাকা করে কমেছে। গত শনিবার প্রতিপাতা ডিম কিনি ৩৬০ টাকা দরে। আর আজ শনিবার প্রতিপাতায় ২০ টাকা কমে ৩৪০ টাকা দিয়ে এক পাতা (৩০ টি) ডিম কিনলাম। 

হিলি বাজারের ডিম বিক্রেতা মো. ছিদ্দিক হোসেন বলেন, আমরা রংপুর মোকাম থেকে ডিম এনে হিলিতে বিক্রি করি। মোাকমে ডিমের দাম কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে প্রতিপাতা (৩০ টি) ডিম ৩৪০ টাকা পাতা কিনে ৩৬০ টাকা বিকি করেছি। আর এ সপ্তাহে মোকাম থেকে ৩১৫ থেকে ৩২০ টাকা পাতা কিনে এনে ২৪০ টাকা দরে বিক্রি করছি। এরমধ্যে আছে পরিবহন খরচ, লেবার খরচসহ অন্যান্য খরচ। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com