৭ দিনের মধ্যে চালু হবে মেট্রোরেল: সড়ক উপদেষ্টা


ঢাকা বিজনেস ডেস্ক , : 18-08-2024

৭ দিনের মধ্যে চালু হবে মেট্রোরেল: সড়ক উপদেষ্টা

আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (১৮ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন,  ‘চেনা মুখের ঠিকাদারি আর চলবে না।’

গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরই মধ্যে কেটে গেছে ৩০ দিন। কিন্তু মেট্রোরেল চালু করেনি কর্তৃপক্ষ। এর আগেও চালু করার সিদ্ধান্ত নিলেও চালু করা যায়নি ঢাকার বাসিন্দাদের আশীর্বাদপুষ্ট এই মেট্রোরেল।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে হামলা চালায় তারা।

এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকাল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। সেই হিসেবে এক মাস ধরে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com