জুলাই মাসের রেমিটেন্স ১৯১ কোটি ডলার


ঢাকা বিজনেস ডেস্ক , : 01-08-2024

জুলাই মাসের রেমিটেন্স ১৯১ কোটি ডলার

চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যকে এই তথ্য জানান। 

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি এবং বেশ কিছু দিন ইন্টারনেট বন্ধ থাকায় গত মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   

উল্লেখ্য, গত অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স আহরণের পরিমাণ ছিল ১৯৭ কোটি ডলার। আর গত জুন মাসে দেশে রেমিটেন্স আসে ২৫৪ কোটি ডলারের।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com